টঙ্গী ইজতেমার মাঠ থেকে নিখোঁজ খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের ৬৫ বছর বয়সী গাজী নাসির উদ্দিন মাহমুদ। তাবলিগের এক চিল্লার উদ্দেশ্যে ৪২ দিন পূর্বে স্থানীয় কয়েকজন মুসল্লির সঙ্গে বাড়ি থেকে রওনা দেন তিনি
সারাদেশ
খ
টঙ্গী ইজতেমার মাঠ থেকে নিখোঁজ খুলনার গাজী নাসির সংযোগ
ঢাকা-পোস্ট
আতিক ইসলাম
ঢ
১২ মার্চ ২০২৫, ২২:৫৪
মোহাম্মদ মিলন/এমজেইউ
জানা গেছে, শেরপুর, ময়মনসিংহ, মসজিদে মসজিদে তাবগের সাগর সাগরের সঙ্গে ১ চিল্লা শেষ করে (মার্চ) গাজীপুরের সঙ্গে ৪ টাঙ্গীপুর টঙ্গীমার গাথির শান্তির নাসির। বার বার বলে ইজতেমা থেকে বের হন। থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার জন্য ফোন নম্বরটি বন্ধ রয়েছে। এ নিয়ে আপনাকে উদ্বেগ গাঁথায় কাটাচ্ছেনজী নাসির সদস্যদের পরিবার।
গাজী নাসির মাহমুদের বড় গাজী ছেলে আলী বাকের বলেন, (১২ মার্চ) যোহরের পর আব্বুর সঙ্গে সঙ্গে যে মুসল্লি তারা মিলিত হয়ে উঠতে গিয়েছিলেন ফিরল চিল্লায় আব্বু বাড়ি না ফেরায় আমাদের পরিবারের সদস্য উদ্বিগ্ন দুপুর থেকে অনুরোধ দিন কাটাচ্ছে। কোনো অজ্ঞান পার্টির খপ্পর পেতে পারে এই বিদেশী টঙ্গী বিভিন্ন শাখা এবং সামনে খবর নিয়েছি। কোন খোঁজ পেলাম না। এ ইচ্ছা টঙ্গী পশ্চিম একটি জিডি করেছি।
নিখোঁজ ব্যক্তিকে কেউ যোগাযোগ করবেন এই নাম্বারে
হোয়াটসঅ্যাপে ০১৭২৩-৯৫৫৫৮২
Comments
Post a Comment