রাজশাহী নগরের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ ব্যবসায়ীদের সুবিধার জন্য

 Toggle navigation

×

রাজশাহী নগরের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ ব্যবসায়ীদের সুবিধার জন্য

রাজু আহমেদ, রাজশাহী

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১০:১৯ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ১২:৪০ পিএম

রাজশাহী নগরের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ ব্যবসায়ীদের সুবিধার জন্য

রাজশাহীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা সাহেব বাজার জিরো পয়েন্ট মোড়। নগরীর চার পাশের এলাকার চার রাস্তার সন্ধিস্থল এই মোড়। তবে শুধুমাত্র সড়ক দখল করে ব্যবসায়ীদের ব্যবসার সুবিধা করে দিতে বন্ধ করে দেওয়া হয় গণকপাড়া থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় দুইশ মিটারের সড়কটি। প্রথম দিকে ফুটপাত ব্যবসায়ীরা এতে খুশি হলেও, দুর্ভোগ সৃষ্টির ফলে নগরবাসী এই সড়ক এড়িয়ে চলছে। এ কারণে এখন তারাও চান, এ সড়কটি আবার চালু হোক।

এদিকে ৫ আগস্টের পর রাজশাহীজুড়ে ফুটপাত ও সড়ক দখল করা ব্যবসায়ীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এ নিয়ে বিব্রত ও দুর্দশাগ্রস্ত নাগরিক সমাজসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Rupali Bank

গত বছরের সেপ্টেম্বর মাসে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার হিসেবে যোগদান করেন আবু সুফিয়ান। এর পর একটি সুবিধাবাদী চক্র তাকে বোঝায় সাহেব বাজার জিরো পয়েন্টের দক্ষিণে বড় মসজিদের সামনের সড়কের অবৈধভাবে স্থাপিত ভ্রাম্যমাণ দোকানগুলো সরিয়ে জিরো পয়েন্টের উত্তরের সড়কটি ওয়ান ওয়ে করে রাস্তার মাঝে ও দুই ধারে দোকান স্থাপনের ব্যবস্থা করা হোক। আর বড় মসজিদের সামনের সড়কটি ফাঁকা রাখা হোক। পুলিশ কমিশনারও এ পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন। 

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

এদিকে জিরো পয়েন্টের উত্তরের ব্যস্ততম সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় অধিকাংশ নগরবাসী দুর্ভোগ এড়াতে এই সড়কটির বিকল্প ব্যবহার করতে শুরু করেন। এতে করে গণকপাড়া মোড় থেকে জিরো পয়েন্ট মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে অবস্থিত অফিসসহ বৈধ মার্কেট ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। কিছু দিন না যেতেই ফুটপাতের ব্যবসায়ীরাও বুঝতে পারেন, এখানে ব্যবসার উপযুক্ত পরিবেশ আর নেই।

এদিকে বড় মসজিদের সামনের সড়কে ৪০টির মতো দোকান থাকলেও উত্তরের সড়কে পুনর্বাসন করা হয়েছে ৮০ জনের বেশি ব্যবসায়ীকে। এ নিয়ে সড়ক দখল করে ব্যবসায়ীদের মাঝেও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তা ছাড়া বড় মসজিদের সামনের সড়ক ফাঁকা থাকার কথা থাকলেও প্রতিদিন দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা তাদের ব্যবসার পসরা সাজিয়ে বসছেন সেখানে।

আদায় করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ

নাম প্রকাশ না করার শর্তে ফুটপাতের ব্যবসায়ীরা জানান, একেকজন প্রভাবশালী ফুটপাত ব্যবসায়ী নামে বা বেনামে ৫ থেকে ৬টি দোকান চালান। এসব দোকান তারা ভাড়া দিয়ে রেখেছেন। সাহেব বাজার জিরো পয়েন্ট সংলগ্ন গণকপাড়া, স্যান্ডেল পট্টি ও মনি চত্বর মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাতে প্রায় ৫০০টির মতো ভ্রাম্যমাণ দোকান আছে। 

এসব দোকান থেকে প্রতিদিন নাইট গার্ডের নাম করে ৫০ টাকা উত্তোলন করা হয়। এর বাইরেও ট্রাফিক পুলিশের নামে আদায় হয় ১০ থেকে ২০ টাকা। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা আদায় হয় ফুটপাত ও সড়কের এসব ব্যাবসায়ীর কাছ থেকে। মাস শেষে এর পরিমাণ দাঁড়ায় সাড়ে ৭ থেকে ৯ লাখ টাকা।

রাজশাহী চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মাসুদুর রহমান রিংকু বলেন, যে যার মতো যেখানে সেখানে বসে পড়ছে। যারা বৈধভাবে ব্যবসা করছেন তারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা চাই সিটি করপোরেশন তাদের বিষয়ে ব্যবস্থা নিক। কারণ ট্রেড লাইসেন্স দেয় সিটি করপোরেশন। রাস্তা দখল করে ব্যবসায়ীদের কারণে মার্কেটে মানুষ যায় না। যানজট এড়াতে অনেকে এখন সাহেব বাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকা এড়িয়ে চলেন। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, একটা ব্যবসা বৈধভাবে শুরু করতে গেলে ৪০টির মতো সরকারি দপ্তর থেকে লাইসেন্স বা অনুমোদন নিতে হয়। আর সড়কে যে কেউ ব্যবসা সাজিয়ে বসছে। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি যারা বৈধভাবে ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবাইকে ভ্যাট, ট্যাক্স ও আইনের আওতায় থাকতে হবে। 

রাজশাহী সিটি করপোরেশনের স্টেট অফিসার মতিউর রহমান ডালিম বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-     

মন্তব্য করুন

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

ফরিদপুরে নামাজরত অবস্থায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরে নামাজরত অবস্থায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

এক সেতু নিয়ে দুই দপ্তরের টানাটানিতে কাজ স্থগিত

এক সেতু নিয়ে দুই দপ্তরের টানাটানিতে কাজ স্থগিত

হঠাৎ বেড়েছে সবজির দাম, বিপাকে ক্রেতারা

হঠাৎ বেড়েছে সবজির দাম, বিপাকে ক্রেতারা

নতুন পোশাকে ঈদ আনন্দ নিয়ে এলো রঙ বাংলাদেশ

নতুন পোশাকে ঈদ আনন্দ নিয়ে এলো রঙ বাংলাদেশ

ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে : নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা

ছাত্রছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে : নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা

ঈদে শিশুদের পোশাক নিয়ে কে ক্র্যাফটের আয়োজন

ঈদে শিশুদের পোশাক নিয়ে কে ক্র্যাফটের আয়োজন

ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষুব্ধ গম্ভীর

ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষুব্ধ গম্ভীর

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

যে বছরে রমজান আসবে দুবার, ঈদ হবে তিনটি

কী খাচ্ছি তরমুজের নামে

গুলশানে ‘তানভীর ইমামের বাড়ি’ দাবি করে হামলা-তল্লাশি

নামাজের সময়সূচি : ৫ মার্চ

তিন লাখ কোটি টাকার প্রকল্প ঘিরে দুশ্চিন্তা

সংশ্লিষ্ট

রাজশাহীতে সময় মতো বই না পেয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

রাজশাহীতে সময় মতো বই না পেয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

রাজশাহীতে উৎপাদিত ফসলের বাজারমূল্য ২০ হাজার কোটি টাকা

রাজশাহীতে উৎপাদিত ফসলের বাজারমূল্য ২০ হাজার কোটি টাকা

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা

FOLLOW


Android App

IOS App

Comments